সীতাকুণ্ডে গঙ্গাস্নান উৎসবে পদদলিত হয়ে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৬ জুন ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান উৎসবে পদদলিত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার সাগর উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার অনিল দাসের মেয়ে খুশি দাস ও একই এলাকার রানা দাসের মেয়ে কিশোরী দাস (১০)।

পদদলিত হয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কুমিরা ইউনিয়নের জেলেপাড়া উদ্যোগে গঙ্গায় স্নান করতে যান ছয় শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের শিশুরা। তারা যখন গঙ্গাস্নান করতে যান তখন সমুদ্রে জোয়ার ছিল। স্নান শেষে যখন তারা চলে আসছিলেন তখন জোয়ারের পানি ভাটা পড়ার উপক্রম হয়। এসময় হুড়োহুড়ি করে সমুদ্রের তীরে উঠতে গিয়ে পদদলিত হয়ে খুশিদাস ও কিশোরী দাস নিখোঁজ হয়। পরে এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পরে তাদের উদ্ধার করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।

এম মাঈন উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।