ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত
ময়মনসিংহ জেলার প্রায় ২ হাজার ৫০০ স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত হবে। এর মধ্যে প্রধান জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিটে নগরীর কাঁচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৩০ মিনিটে।
প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।
রোববার (১৬ জুন) সকালে ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রাজ্জাক এ তথ্য জানান। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ কর্মকর্তা আরও জানান, নগরের চকবাজারে ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আবদুল হক। আকুয়া বাইপাস এলাকায় মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এগুলোসহ সদরের ১৬টি স্থানে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে ছোটছোট অনেক গুলো জামাত অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, যেসব বড় বড় স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এমআইএইচএস/এমএস