পাড় ভেঙে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৪ জুন ২০২৪

গাজীপুরের শ্রীপুরে খেলা করার সময় পুকুরের পাড় ভেঙে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের জনৈক কাইয়ুমের পুকুরে ডুবে তারা মারা যায়।

নিহতরা হলো উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে নাসির (১০) ও একই ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে নিহত জাহিদ (১০)। তারা দুজনই কাওরাইদ কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদরাসায় হেফ্জ বিভাগে পড়তো।

নিহত নাসিরের চাচা যুবলীগ নেতা রতন মণ্ডল জানান, বৃহস্পতিবার (১৩ জু্ন) মাদরাসায় ঈদের ছুটি দেওয়া হলে দুজনই বাড়িতে চলে আসে। আজ সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে জাহিদ। নাসিরের বাড়ির পাশে নতুন কাটা পুকুরের পাড়ে বসে তারা খেলা করছিল। এসময় পাড় ভেঙে দুজনই পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘসময় নাসিরের কোনো খোঁজ না পেয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের জুতা ভাসতে দেখে তিনি পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বলেন, নিহত দুই মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই মরদহে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।