ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গাড়ির ধীরগতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৪ জুন ২০২৪

কুমিল্লার চান্দিনায় বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও গাড়ি চলছে ধীরগতিতে।

এর আগে শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের চান্দিনা ডেনিম প্রসেসিং প্ল্যান্ট কারখানার শ্রমিকরা অবরোধ করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, দুই মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন চান্দিনা পৌর সদরের ডেনিম প্রসেসিং প্ল্যান্ট কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করলে শত শত শ্রমিক এতে অংশ নেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গাড়ির ধীরগতি

খবর পেয়ে চান্দিনা উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ এবং মালিক পক্ষ ঘটনাস্থলে পৌঁছে ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দেন। এতে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের শোয়াইব জাগো নিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মালিক-শ্রমিক দুইপক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ধীরগতিতে চলছে যানবাহন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গাড়ির ধীরগতি

হাইওয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুম সরদার জানান, আপাতত দুই পাশে ধীরগতিতে যানবাহন চলছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করতে চান্দিনার অংশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুল আলম জাগো নিউজকে বলেন, জুমার নামাজের পর মহাসড়কের দুই পাশেই গাড়ির চাপ বেড়ে যায়। এতে দাউদকান্দি টোলপ্লাজা থেকে হাসানপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।