টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:০৮ এএম, ১৪ জুন ২০২৪
ফাইল ছবি

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।

শুক্রবার (১৪ জুন) ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইলের কলেজের সামনে ভোররাতে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে প্রাইভেটকার চালকসহ দুইজন নিহত হয়। আহত হয়েছেন চারজন।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাইভেটকার চালক ছিলেন সেটি নিশ্চিত হওয়া গেছে।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, মাঝ রাতের কোনো এক সময় উপজেলার বাগুটিয়া এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। পরে গুরুতর অবস্থায় ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এছাড়া ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার কুলি নামক স্থানে সকাল ৮টার দিকে সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন মারা যায়।

আরিফ উর রহমান টগর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।