জামালপুর থেকে ট্রেনে ঢাকায় যাচ্ছে ৪০০ গরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১২ জুন ২০২৪

প্রতিবছরের মতো এবারও কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫টি ওয়াগনে (বগি) ৪০০টি পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ক্যাটল স্পেশাল ট্রেন।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় ট্রেনটি ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে যায়। ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় প্রথম চালান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রাতে একই স্টেশন থেকে ছেড়ে যাবে আরও একটি ট্রেন। সেখানেও ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বৃহস্পতিবার (১৩ জুন) আরও একটি ক্যাটল ট্রেন ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবার প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা।

স্টেশন মাস্টার বলেন, ভোগান্তি ছাড়া ও কম খরচে ট্রেনে পশু পরিবহনে খুশি ব্যবসায়ী ও খামারিরা। তাই প্রতিবছরই এ সেবা চালু রাখা হবে।

নাসিম উদ্দিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।