ঝালকাঠিতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১২ জুন ২০২৪

ঝালকাঠির নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ জুন) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলায় চার্জশিটভুক্ত অপর দশ আসামীকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন (৪০), তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার (৪৫), ভাগনে সাঈদুল ইসলাম (৩০) ও ফারুক মল্লিক (৪৫)।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান রসুল জানান, ২০১৯ সালের ২৩ মার্চ দুপুরে নাচনমহল ব্রিজের ঢালে সাইদুল ইসলাম তালুকদারকে (৩৫) কুপিয়ে হত্যা করেন আসামিরা। একই সময় সাইদুলের বোন আকলিমা বেগম ও ভাগনে রুম্মানকে কুপিয়ে আহত করে। পরে সাইদুলের বাবা আব্দুল আজিজ তালুকদার (৮৫) বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন।

২০২০ সালের ২৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মংচেংলা ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় ঘোষণা করেন।

মো. আতিকুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।