মেঘনায় ধরা পড়লো ৩ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১২ জুন ২০২৪

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ। মাছটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামের এক ব্যবসায়ী।

মঙ্গলবার (১১ জুন) রাতে আবদুজ্জাহের মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মেঘনা নদীর মতিরহাট মাছ ঘাটে হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে প্রথমে সাত হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ ৯ হাজার ৩৫০ টাকায় ইলিশটি বিক্রি হয়।

জেলে আব্দুজ্জাহের মাঝি বলেন, নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন বড় আকারের ইলিশ ধরা পড়ছে। মঙ্গলবার বিকেলে তিনি নদীতে জাল ফেলেন। রাতে জাল ওঠালে দেখা যায় বড় ইলিশটি ধরা পড়েছে। পরে মতিরহাট মাছঘাটে নিয়ে মাছটি ডাকে তোলা হয়।

মতিরহাট মাছঘাটের আড়তের কর্মচারী মো. খোকন জানান, গত কয়েকদিন ধরে প্রায় কেজি ওজনের ইলিশ বেশি আসছে। তবে জাহেরের জালে ধরা পড়া প্রায় তিন কেজি ওজনের ইলিশটি চমক ছিল। এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে।

কাজল কায়েস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।