সিঁদ কেটে ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১০ জুন ২০২৪

কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আধাঁরে সিঁদ কেটে আড়াই মাস বয়সী একটি শিশু চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (১০ জুন) ভোর ৫টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চুরি যাওয়া শিশুটির নাম জুনায়েদ। তার বাবার বাড়ি চট্টগ্রামে। শিশু জুনায়েদকে নিয়ে তার মা বাবার বাড়িতে থাকতেন।

শিশুটির মা সানজিদা জানান, রাতে খাবারের পর একমাত্র ছেলে জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে জুনায়েদের কান্নায় ঘুম ভেঙে গেলে তাকে দুধ খাইয়ে আবার ঘুমিয়ে পড়েন। ফজরের আজানের সময় ঘুম ভেঙে গেলে সানজিদা দেখতে পান তার পাশে সন্তান নেই। পরে তিনি দেখেন দরজা খোলা ও ঘরের পেছনে সিঁদ কাটা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, শিশু জুনায়েদকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এসকে রাসেল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।