পাবনায় এক রাতে ৫ কঙ্কাল চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০৯ জুন ২০২৪

পাবনার সুজানগর উপজেলার চিনাখরা কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার (৭ জুন) দিনগত রাতে চিনাখরা কেন্দ্রীয় গোরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

এ নিয়ে আড়াই মাসের ব্যবধানে পাবনায় দ্বিতীয়বারের মতো কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটলো।

স্থানীয়রা জানান, শনিবার (৮ জুন) দুপুরে পরিচ্ছন্নতাকর্মীরা কবরস্থান এলাকা পরিষ্কার করার সময় কঙ্কাল চুরির ঘটনা টের পান। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি কবরস্থান কমিটিকে জানান।

এরশাদ নামের একজন বলেন, ‌আমার মায়ের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরে। দোষীদের শনাক্ত করে বিচার দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দা জিলান হোসেন বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা উদ্বেগজনক ও আতঙ্কের।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, রাতের কোনো একসময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

এর আগে গত ১৯ মার্চ বেড়া উপজেলার খাস আমিনপুর কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

আমিন ইসলাম জুয়েল/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।