দিনাজপুরে ট্রেনের ২০ টিকিটসহ দুজন গ্রেফতার
দিনাজপুরে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুর কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
গ্রেফতাররা হলেন, শহরের ষষ্ঠীতলা এলাকার আব্দুল মনিরের ছেলে সালাম সরকার (৩৫) ও একই এলাকার পশ্চিমপাড়ার মৃত মদু মিয়ার ছেলে সুজন(২৭)।
এ সময় তাদের কাছ থেকে ট্রেনের ২০টি টিকিট ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ওসি জানান, দীর্ঘদিন ধরে সালাম, সুজনসহ একটি চক্র দিনাজপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি করে আসছিলেন। ঈদ যাত্রাকে কেন্দ্র করে তারা আরও সক্রিয় ওঠে। যাত্রীদের কাছে উচ্চমূল্যে এসব টিকিট বিক্রি করতেন তারা। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও এ চক্রের সঙ্গে জড়িত আরও ১১ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদ যাত্রায় যাত্রীদের দুর্ভোগ কমাতে টিকিট কালোবাজারি রোধে অভিযান চলমান থাকবে। আর পলাতক আসামিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
এ সময় থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মণ্ডল, উপ-পরিদর্শক ইন্দ্র মোহন উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম