স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৮ জুন ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিপন মিয়া (২০) নামে এক যুবককে ২২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত শিপন মিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুরের বিল্লাল হোসেন ছেলে।

হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে যুবক শিপন মিয়া ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা ও টানাহেঁচড়া করে। পরে স্থানীয় কয়েকজন তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এসকে রাসেল/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।