শায়েস্তাগঞ্জে ৩৭৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১৯

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৭ জুন ২০২৪

অডিও শুনুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১১ ট্রাক ভারতীয় চিনিসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) বিকেল ৫টার দিকে আসামিদের আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেউন্দি সড়ক এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই চিনিসহ আসামিদের আটক করা হয়। এসময় ট্রাকের চালক, হেলপার ও চোরাকারবারিসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়।

শায়েস্তাগঞ্জে ৩৭৪৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১৯

আটকরা হলো, সাভারের মানিকনগর এলাকার আব্দুস সামাদের ছেলে নিজাম উদ্দিন (৩৮), মাগুরার মুহাম্মদপুর উপজেলার আরপারা গ্রামের শুকুর জমাদারের ছেলে মো. মোক্তার হোসেন (২৬), রাজশাহীর জয়কৃণষ্ণপুর এলাকার নমির উদ্দিনের ছেলে মো. সাজ্জাদ আলী (৪৫), একই জেলার বেলপুকুর এলাকার কালাম আলীর ছেলে মো. তামিম (১৯), সিলেটের জৈন্তাপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. হারুন আল হাবিব রশিদ (২৬), রাজশাহীর হলদীগাছী এলাকার ইনছার আলীর ছেলে মো. রুবেল আলী (৪০), একই এলাকার হান্নান আলীর ছেলে মো. হানিফ আলী (২০), সিলেটের জৈন্তাপুর এলাকার ফয়জুল হাসানের ছেলে ফখরুল ইসলাম (৪২), নওগাঁ হেলার গনেশপুর এলাকার মকবুল মণ্ডলের ছেলে মো. আকমল হোসেন (২৫), একই জেলার মঙলাপাড়া কলিম উদ্দিন সরকারের ছেলে মো. মোয়াজ্জেম আলী (২৫), রাজশাহীর কাটাখালী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সেলিম রেজা (৪৭), একই জেলার এয়ারপোর্ট এলাকার আজাদ আলীর ছেলে রকি মিয়া (২২) ও শাহমুদ্দীন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজীব আলী।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।