সোনারগাঁয়ে রাজউকের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৬ জুন ২০২৪

নাারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অনুমোদনহীন ও অবৈধভাবে গড়ে ওঠা ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় এক ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ভবন নির্মাণের রাজউকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ছয় তলা বিশিষ্ট ভবনের মালিক জসীমউদ্দীনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় আরও কয়েকটি ভবন মালিককে সতর্ক করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন রাজউকের নারায়ণগঞ্জ জোনাল অফিসের পরিদর্শক মো. মনিরুজ্জামান, রাজিকুল ইসলাম, নাহিদুল ইসলাম ও সোনারগাঁ থানার এসআই ফিরোজ আহমেদসহ বিপুল সংখ্যক পুলিশ।

এ বিষয়ে এফআর আশিক আহমেদ জাগো নিউজকে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদের রাজউকের অনুমোদন ব্যতীত কাজ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনেকেই উপজেলা থেকে অনুমোদন নেওয়ার কথা বলেছেন কিন্তু রাজউকের আওতাধীন এলাকায় রাজউক থেকেই অনুমোদন নিতে হবে। তারা না জানায় প্রাথমিক শাস্তি হিসেবে মুচলেকা নেওয়া হয়। পরবর্তীতে এমন ভুল পাওয়া গেলে বড় ধরনের অভিযানে যাবে রাজউক।

রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।