বরিশালে ৯২ কেজি আফ্রিকান মাগুর জব্দ, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৬ জুন ২০২৪

বরিশালের হিজলায় ৯২ কেজি রাক্ষুসে হিংস্র আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে। পাশাপাশি আহরণ অযোগ্য এমন প্রায় ২০০ কেজি মাগুর বিনষ্ট ও চাষের সঙ্গে জড়িত একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জুন) বিকেলে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ জরিমানা করেন।

বৃহষ্পতিবার (৬ জুন) সকালে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। অভিযানে জীব বৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি স্বরূপ রাক্ষুসে হিংস্র আফ্রিকান মাগুর মাছ বিক্রি করার সময় ৩৬ কেজি আফ্রিকান মাগুর জব্দ করা হয়।

পরবর্তীতে এই সূত্রের ভিত্তিতে খুন্না গোবিন্দপুর এলাকার মোঃ. মোতাহার কবিরাজের একটি পুকুরে সেচ দিয়ে ৫৬ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। যা ওই এলাকার দুটি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। এছাড়া পুকুরে ব্লিচিং পাউডার ছিটিয়ে প্রায় ২০০ কেজি আফ্রিকান মাগুর বিনষ্ট করা হয়।

পরে অভিযুক্ত মো. মোতাহার কবিরাজকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

শাওন খান/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।