গভীর রাতে ঘরে বন্যহাতির আক্রমণ, প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৫ জুন ২০২৪

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বন্যহাতির হামলায় গোলাপ হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কড়ুইতলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলাপ হোসেন ওই গ্রামের জনাব আলীর ছেলে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই মো. আলী আজগর বলেন, গত রাত দেড়টার দিকে বন্য হাতিরা খাবারের সন্ধানে কড়ুইতলি গ্রামে নেমে আসে। এ সময় আমার ভাই তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে বন্যহাতির দল তার ঘরের পাশে থাকা কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে চালে কাঁঠাল পড়ার শব্দে আমার ভাইয়ের ঘুম ভাঙে। এসময় হাতি লাথি দিয়ে ঘর ভেঙে ভেতরে ঢোকে। হাতির লাথিতে ঘরে থাকা ফ্রিজ আমার ভাইয়ের শরীরের ওপরে পড়ে। ফ্রিজ সরিয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. মাহাবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।