গোপালগঞ্জ

ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, ৪ কারখানা সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৪ জুন ২০২৪

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে অভিযান চালিয়ে চারটি ফ্যাক্টরিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করাসহ বিভিন্ন অভিযোগে এসব ফ্যাক্টরি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহসিন উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, ৪ কারখানা সিলগালা

তিনি জানান, দীর্ঘদিন ধরে এসব অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরিতে মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি হচ্ছিল। এসব পণ্যে কোনো উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখও ছিলনা। এজন্য কারখানাগুলো সিলগালা ও জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আগামীতে যেন এ ধরনের অনুমোদনহীন আইসক্রিম কেউ তৈরি এবং বাজারজাত না করে সেজন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।