বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৪ জুন ২০২৪

মানিকগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সবুরী বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুরী বেগম ওই গ্রামের মৃত নায়েব আলীর স্ত্রী। তিনি ছোট ছেলে আব্দুর রহমানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। দুর্ঘটনার সময় তার ছেলে বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরে পরিবারে সদস্যদের সান্ত্বনা দিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।

বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেশী নাজমা বেগমসহ কয়েকজন জানান, সবুরী বেগম তিনদিন যাবত অসুস্থ ছিলেন। দুপুরে হঠাৎ করে তার টিনের ঘরে আগুন জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই তার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ কারণে ভেতর থেকে তিনি আর বের হতে পারেননি।পরে ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিস ডাকা হয়।

সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পরে ঘরের ভেতর থেকে আগুনে পোড়া এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

তবে আগুন লাগার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। ধারণা করছেন শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হতে পারে।

বি.এম খোরশেদ/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।