মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাটে বজ্রপাতে রাসেল বেপারী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার কোদালপুর ইউনিয়নের পূর্ব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল বেপারী একই এলাকার রশিদ বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রশিদ বেপারীর স্ত্রী তাদের গৃহপালিত ছাগল ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে আসেন। দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে সেই ছাগলটি আনতে যায় তাদের ছেলে রাসেল। এসময় বজ্রপাতে আহত হন রাসেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান বলেন, বজ্রপাতে রাসেলের বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, বজ্রপাতে রাসেল নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিধান মজুমদার অনি/এসআর/এএসএম