প্রেমের বিয়ে
ঘরে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক
মাদারীপুরের রাজৈরে স্বর্ণা বেগম (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক।
সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে এ ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা বেগম ঢাকার বিক্রমপুর এলাকার বাসিন্দা। তার স্বামী আব্বাস কাজী (২২) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের আব্দুস সালাম কাজীর ছেলে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে স্বর্ণা বেগমের সঙ্গে আব্বাস কাজীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। তবে আব্বাসের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তাই তারা রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বাসা ভাড়া করে থাকতেন। তাদের সংসারে এক বছর বয়সী একটি কন্যাসন্তান আছে। তবে নানা বিষয় তাদের কলহ লেগেই থাকতো।
সোমবার দুপুরে স্থানীয়রা ঘরের মধ্যে স্বর্ণার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্বাস কাজী পলাতক। তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন,ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম