মেহেরপুরে আফ্রিকান ওপেনবিল জাতের ৮ পাখি উদ্ধার
মেহেরপুরের গাংনীতে আফ্রিকান ওপেনবিল জাতের আটটি বিদেশি পাখি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। রোববার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চোখতোলা এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। সেই সঙ্গে পাখি বহনকারী আশরাফ আলীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ২৭-৩৭৩৮) তল্লাশি চালিয়ে আটটি বিদেশি আফ্রিকান ওপেনবিল জাতের পাখি উদ্ধার করে। পাখি বহনকারীর কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সেই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম