খামারে আগুনে পুড়ে ৮ গরু ও ১০ ছাগলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৩ জুন ২০২৪

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি হাঁস-মুরগিসহ গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। এতে সব মিলিয়ে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২ জুন) রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের মাঝি বাড়িতে সত্যেন্দ্রনাথ সমদ্দারের খামারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, রোববার রাত ৩টার দিকে দক্ষিণ চেঁচরীরামপুর গ্রামে সত্যেন্দ্রনাথ সমদ্দারের খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। কিন্তু ততক্ষণে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি মুরগি পুড়ে মারা গেছে। গোয়ালঘরেরও ক্ষতি হয়েছে।

সবমিলিয়ে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশা তাড়ানোর ধোঁয়া ও কয়েল থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।

আতিকুর রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।