বাড়ির সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:১৮ এএম, ০৩ জুন ২০২৪

মাদারীপুরের রাজৈরে বাড়ির সীমানার জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন হয়েছেন।

রোববার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাবলু বয়াতী (৪৫) একই গ্রামের মৃত ইসরাফিল বয়াতীর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে গ্রেফতার করেছেন।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানার জায়গা নিয়ে আপন দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ছোট ভাই লাভলু বয়াতী রোববার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসেন। তখন বড় ভাই বাবুল বয়াতীর সঙ্গে ছোট ভাই লাভলু বয়াতীর কথা কাটাকাটির এক পর্যায় দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটিয়ে পড়েন। পরে লাভলুকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাছিমা বেগম বলেন, ভাসুর বাবুল বয়াতী আমার স্বামীকে মারপিট করে মেরে ফেলেছেন। এই হত্যার বিচার চাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, এই ঘটনায় বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।