বগুড়া

হোটেলে গলাকাটা মা-ছেলের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০২ জুন ২০২৪

বগুড়ার শাজাহানপুরে একটি আবাসিক হোটেলে হত্যাকাণ্ডের শিকার মা ও ছেলের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ জুন) রাতের কোনো একসময় বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আশামণি (২০) ও তার এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। এ ঘটনায় ওই নারীর স্বামী আজিজুল হককে (২৩) আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে।

শাজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় আজিজুল হক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রিযাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন। পরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরফাত ইসলাম বলেন, স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেন আজিজুল হক। পরে হোটেলে এসে নাটক সাজানোর চেষ্টা করেন। বিষয়টি হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। খবর পেয়ে আজিজুল হককে আটক করে পুলিশ।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।