উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০১ জুন ২০২৪

কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) দুপুরের দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

ওসি বলেন, উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে এরইমধ্যে ক্যাম্পের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস এবং পুলিশের টিম কাজ করছে। আপাতত আর কিছু বলা যাচ্ছে না।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশী। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো বলা যাচ্ছে না, খতিয়ে দেখা হবে।

গত ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে অন্তত ৩ শতাধিক ঘর পুড়ে যায়। অনেক রোহিঙ্গা পরিবার এখনো দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। আজ আবারো অগ্নিকাণ্ডের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।