টিফিন ক্যারিয়ারে মাংস-ভাতের সঙ্গে গাঁজা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ৩০ মে ২০২৪

কুমিল্লায় টিফিন ক্যারিয়ারে মাংস ও ভাতের সঙ্গে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় হেলেনা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাস থামিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হেলেনা বেগম বরগুনার বেতাগী এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা থেকে গাঁজা ও মাদক নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন।

টিফিন ক্যারিয়ারে মাংস-ভাতের সঙ্গে গাঁজা!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

টিফিন ক্যারিয়ারে মাংস-ভাতের সঙ্গে গাঁজা!

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় একটি টিফিন ক্যারিয়ার দেখে সন্দেহ হয়। পরে এটি খুলে দেখা যায়, ওপরের বাটিতে রান্না করা মুরগির মাংস। নিচে তিনটি বাটিতে গাঁজা রেখে ওপরে ভাতের আবরণ দেওয়া। এটি প্রথম দেখায় যে কেউ ভাববেন কারও জন্য রান্না করা খাবার নেওয়া হচ্ছে। পরে টিফিন ক্যারিয়ার এবং তার কাছে থাকা অপর একটি ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজা জব্দ করা হয়।

উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, হেলেনা বেগম কুমিল্লা থেকে বিভিন্ন মাদবদ্রব্য বরগুনায় নিয়ে বিক্রি করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।