চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ৩০ মে ২০২৪
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কৃষ্ণ ঘোষ(৩৩) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৯ মে) বিকেলে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। এসময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত কৃষ্ণ শিবগঞ্জের সোনামসসজিদ এলাকার মৃত অভি ঘোষের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ১০ এপ্রিল কানসাট বাজারে র্যাবের হাতে ৪৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক হন কৃষ্ণ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরিদ উদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) বরুন সরকার ২০২২ আদালতে অভিযোগপত্র জমা দেন।

সোহান মাহমুদ/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।