রাঙ্গামাটি
কমতে শুরু করেছে কাচালং নদীর পানি
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর পানি কমতে শুরু করেছে। বুধবার (২৯ মে) সকাল থেকে বৃষ্টিপাত কমতে থাকায় বিভিন্ন স্থান থেকে বন্যার পানিও নামতে শুরু করেছে। ফলে আটকে সাজেকে পড়া পর্যটকারও নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।
সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চি করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার। এর আগে মঙ্গলবার (২৮ মে) টানা বর্ষণে দীঘিনালা-সাজেক সড়ক পানিতে তলিয়ে গেলে পর্যটকরা আটকা পড়ে।
আরও পড়ুন
খোঁজ নিয়ে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষণ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের করঙ্গাতলী, মারিশ্যা ইউনিয়নের বারবিদুঘাট, পৌরসভার পুরাতন মারিশ্যা, মাস্টারপাড়া, ঢবারপাড়া, এফব্লক, বটতলী, বাঘাইছড়ি ইউনিয়নের লাইল্যাঘানা, বেপারী পাড়া, খেদারমারা ইউনিয়নের উলুছড়িসহ আশপাশের গ্রাম প্লাবিত হয়েছে। এ গ্রামগুলাের প্রায় ১৪-১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
শিরীন আক্তার তিনি বলেন, সকাল থেকে বৃষ্টিপাতে কম হওয়ায় ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্রগুলােতে মানুষ এখনাে অবস্থান করছেন। আশা করছি বৃষ্টিপাত না হলে আজকে পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আটকে পড়া অর্ধশতাধিক পর্যটক বুধবার সকালে সাজেক ত্যাগ করছেন।
এসএইউ/এনআইবি/জিকেএস