চাঁদপুরে ফের দেখা মিললো রাসেল ভাইপার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নে আবারও একটি বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে সাপটিকে ধরা হয়। এর আগে গত ১৬ মে একই ইউনিয়নের বোরচর এলাকা থেকে একই প্রজাতির আরেকটি সাপ উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার মেঘনা নদীর পশ্চিম চরাঞ্চল বোরচরে সাপের উপদ্রব দেখা দিয়েছে। কিন্তু এবার পূর্ব পাড়ে দেখা মিললো বিষধর রাসেল ভাইপার।
তারা জানান, দুপুরে এখলাসপুর নয়ানগর বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে রাসেল ভাইপার সাপটি দেখা যায়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।
প্রত্যক্ষদর্শী হুমায়ুন মিয়াজি বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে মেঘনা নদীতে পানি বেড়ে যাওয়ায় সাপটি বালুর মাঠে চলে এসেছে। সাপটি যখন চলে যাচ্ছিল তখন আমি লোকজনকে ডাক দিই। তারা এসে পিটিয়ে মেরে ফেলে।’
এখলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, কয়েকদিন ধরে আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাপ ধরা পড়ছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসিবুল ইসলাম বলেন, চন্দ্রবোড়া বা উলু বোড়া পরিবারভুক্ত অন্যতম একটি বিষধর সাপ রাসেল ভাইপার। এর বিষক্রিয়ায় রক্ত জমাট বন্ধ হয়ে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে অনেক যন্ত্রণার পর মৃত্যু হয়।
শরীফুল ইসলাম/এসআর/এমএস