রিমালে ভোলায় বিধ্বস্ত সাড়ে ৭ হাজার বসতঘর
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৮ মে ২০২৪
ঘূর্ণিঝড় রিমালে ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভোলার সাত উপজেলার ৬০ ইউনিয়নের ৫২৩ ওয়ার্ডেই এসব ক্ষতি লক্ষ্য করা যায়। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৭ হাজার ৬২৩টি বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২ হাজার ৪৬৫টি বসতঘর ও আংশিক বিধ্বস্ত হয়েছে ৫ হাজার ১৫৮টি বসতঘর।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অতি জোয়ারের তলিয়েছে সাত উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩০টি গ্রাম।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্যে অতি জোয়ারের পানিতে জেলার ৫ হাজার ৮৬০টি পুকুর ও ৯৫০টি মাছের ঘের ভেসে গেছে।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারিসুল কবীর জানান, ক্ষতিগ্রস্ত ফসলের তালিকা তৈরি করা হচ্ছে। বোরো, আউস, সবজিসহ প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা করবো।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস