ঘূর্ণিঝড় রিমাল
সিলেট ওসমানী বিমানবন্দরে আটকা পড়লো ৬ ফ্লাইট
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে ৬টি ফ্লাইট। এর মধ্যে ৫টি সিলেট থেকে ছেড়ে গেছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ৬টা থেকে বিভিন্ন সময় ফ্লাইটগুলো উড্ডয়ন করে। তবে একটি ফ্লাইট এখনও আটকে আছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার বিভিন্ন সময় ৬টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে আটকা পড়ে। মঙ্গলবার সকাল ৬টা থেকে একে একে ৫টি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। একটি ফ্লাইট এখনও স্টেশনে রয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে সেটিও যেকোনো সময় সিলেট ছেড়ে যাবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আন্তর্জাতিকসহ ৬টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে। ফ্লাইটগুলো ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু সেখানকার আবহাওয়া অনুকূলে না থাকায় সিলেটে জরুরি অবতরণ করা হয়।
আহমেদ জামিল/এফএ/জিকেএস