সারাদেশের মানুষকে এভাবে জিম্মি রাখা অনুচিত : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৯:১৬ এএম, ২২ এপ্রিল ২০১৬

সারাদেশে চলমান নৌশ্রমিকদের ধর্মঘট বিষয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌপরবিহন সেক্টর একটি সেবামূলক সেক্টর। শ্রমিক মালিকরা এদেশের মানুষের সেবা করে থাকেন। একজন সেবক হিসেবে সারাদেশের মানুষকে এভাবে জিম্মি রাখা অনুচিত।

শুক্রবার দুপুরে মাদারীপুরে এলজিইডি অফিসে ঠিকাদারদের সঙ্গে সভা শেষে নৌমন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, সর্বনিম্ম মজুরী ১০ হাজার টাকা করাসহ ১৫ দফা দাবিতে নৌশ্রমিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছেন এখানে সরকারের কোনো পক্ষ নেই। তাই মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে দ্রুত কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাসসহ প্রমুখ।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।