ঘূর্ণিঝড় রিমাল
ভোলায় ঘরচাপায় আরও একজনের মৃত্যু
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৭ মে ২০২৪
ভোলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঘরচাপা পড়ে মো. জাহাঙ্গীর (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় বসতঘর চাপায় শিশুসহ তিন জনের মৃত্যু হলো।
সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে ভোরের দিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঘরচাপা পড়ে দৌলতখান পৌর ২ নম্বর ওয়ার্ডে মাইশা (৪) নামের এক শিশু ও লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ গ্রামে মনেজা খাতুনের (৫০) মৃত্যু হয়।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।