ঝালকাঠি

আবাসিক এলাকায় ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৬ মে ২০২৪

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নদীর পানি বেড়ে আবাসিক এলাকায় ঢুকতে শুরু করেছে। এ অবস্থায় নদী তীরবর্তী মানুষগুলো মূল্যবান জিনিসপত্র ও গবাদিপশু নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছেন।

সরেজমিন দেখা গেছে, বিষখালী নদী তীরবর্তী চরভাটারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে গরু, হাঁস-মুরগি ও মূল্যবান জিনিসপত্র নিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন বাসিন্দারা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অন্তত ৩০০ জনকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে দেখা যায়।

আশ্রয়কেন্দ্রে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন স্থানীয় দফাদার তোফাজ্জেল হোসেন, চৌকিদার রুহুল আমীন, রুবেল মাঝি, আনসার সদস্য রবিউল ইসলাম, বিথি খানম, এমদাদুল হক মিলন ও রিফাত খান।

ঝালকাঠি, আবাসিক এলাকায় ঢুকেছে পানি, আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ

আনসার সদস্য রবিউল ইসলাম বলেন, ‘এখন কেবল পানি বাড়তে শুরু করেছে। বাতাসের তেমন বেগ নেই। সন্ধ্যা হলেই লোকজন আসতে শুরু করবে।’

বিষখালীর পূর্ব পাশে দেউরী সাইক্লোন শেল্টার, পশ্চিম তীরে সাচিলাপুর স্কুল অ্যান্ড কলেজেও লোকজনকে আশ্রয় নিতে দেখা গেছে।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।