মানিকগঞ্জে সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৫ মে ২০২৪
ফাইল ছবি

মানিকগঞ্জের ঘিওরে বাড়ির সুইমিংপুলের পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) সকালে উপজেলার বানিয়াজুরী এলাকায় আব্দুল কাদের টিপুর বিলাসবহুল বাড়ির সুইমিংপুলে এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম শাহারিয়ার সামি। সে ওই এলাকার মো. রাসেল ভূঁইয়ার ছেলে।

রাসেল ভূঁইয়া জানান, সকালে সামিকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাঁখুঁজির পর বাড়ির ভেতরের সুইমিংপুলের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারা শিশুটিকে মৃত ঘোষণা করেন। তারা গত দেড় মাস ওই বাড়িতে বসবাস করছেন।

বাড়ির কেয়ারটেকার মোখসেদ চৌধুরী জানান, বাড়ির ভেতরের সুইমিংপুলের পানিতে পরে শিশুটি মারা গেছে। কখন কিভাবে পানিতে পড়েছে সেটা কেউ বলতে পারেনি। সুইমিংপুলের সামনে কোনো গেট নেই।

তিনি আরও জানান, বাড়ির মালিক টিপু একটি এনজিও’র চেয়ারম্যান। বাড়িতে বসবাস না করায় সেখানে কেয়ারটেকার মোখসেদ চৌধুরী ও রাসেল ভূঁইয়া তার পরিবার নিয়ে বসবাস করছেন।

বাড়ির মালিক আব্দুল কাদের টিপুর সঙ্গে কথা হলে ওই শিশুটি তার সুইমিংপুলে ডুবে মারা যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, এ বিষয়ে শিশুর বাবার কোনো অভিযোগ নেই।

বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।