দরজা-জানালা ভেঙে জাল ভোটের চেষ্টা, পোলিং এজেন্টসহ ৯ জনের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২১ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোটকেন্দ্রের দরজা-জানালা ভেঙে কক্ষে ঢুকে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্টসহ ৯ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) দুপুরের পর উপজেলার বাদৈর ইউনিয়ন হাতুরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পোলিং এজেন্ট পারভেজ, আমানুল্লাহ, আলম, নুরে আলম, বাতেন মিয়া, আবু নাইম, জাবেদ, ওবায়দুল ও নুরে আলম।

পারভেজকে দুইমাস, আমানুল্লাহকে সাতদিন, আলমকে ২৫ দিন, নুরে আলমকে একমাস, বাতেন মিয়াকে ১৫ দিন, আবু নাইমকে দুইমাস, জাবেদকে সাতদিন, ওবায়দুলকে একমাস ও নুরে আলমকে একমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা জানান, পোলিং এজেন্টসহ ৯ জন ভোটকেন্দ্র ভাঙচুর করে জোর করে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। এ অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।