চুয়াডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রি, দুই দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২০ মে ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে জব্দ করা ওরস্যালাইনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (১৯ মে) বিকেলে উপজেলার হাটবোয়ালিয়া ও ভাংবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে এ আদেশ দেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ভাংবাড়ীয়া এলাকায় মেসার্স মারিফুল স্টোরে নকল ওরস্যালাইন বিক্রি করার দায়ে মালিক মারুফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫০০ পিস ওরস্যালাইন জব্দ করা হয়। এরপর মারিফুলের তথ্যের ভিত্তিতে নকল ওরস্যালাইনের সাপ্লায়ার মেসার্স লিটন স্টোর নামক আরও একটি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান থেকে নকল ৩০০০ ওরস্যালাইন জব্দ করা হয়। একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করে। সবশেষে ৩৫০০ পিস নকল ওরস্যালাইনগুলো ধ্বংস করা হয়।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।