হিমাগারে মজুত ১ লাখ ডিম, দ্রুত বিক্রির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৮ মে ২০২৪

বগুড়া সদরে ‘সাথী কোল্ডস্টোর‘ নামে একটি হিমাগারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা এক লাখ মুরগির ডিম পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ডিমগুলো দ্রত বাজারজাতের নির্দেশ দেওয়া হয়।

শনিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ঘোড়াধাপহাটে অভিযান চালিয়ে ডিম জব্দ ও জরিামানা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

তিনি জানান, সাথী কোল্ডস্টোরেজে ডিমের অবৈধ মজুত পাওয়ায় কৃষি বিপণন আইনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আব্দুল করিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয়েছে। এছাড়াও অবশিষ্ট ডিম অতি দ্রুত বাজারজাত করতে প্রতিষ্ঠানটিকে নির্দেশনা ও তাদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।