স্ত্রী হত্যার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:০২ এএম, ১৭ মে ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রী হত্যার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সামছুদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ মে) রাতে চৌমুহনী পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামছুদ্দিন নোয়াখালী সদর উপজেলার মাইজছড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

র‌্যাবের নোয়াখালীর কোম্পানি কমান্ডার (এএসপি) গোলাম মোর্শেদ বলেন, ২০০২ সালের ১৩ জুন সামছুদ্দিন স্ত্রী আয়েশা খাতুনকে গলাটিপে হত্যা করে। পরে ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত। ২২ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সামছুদ্দিনকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।