ব্রাহ্মণবাড়িয়ায় দু’দিনে তিন ট্রেন বিকল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৫ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার পৃথক স্থানে একদিনের ব্যবধানে ইঞ্জিন বিকল, হোস পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বগিতে সমস্যার কারণে তিনটি ট্রেন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ মে) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১৪ মে) পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথে এসব ঘটনা ঘটে। তবে ওই সময় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডাউনলাইনে হোস পাইপের (হাওয়া চলাচলের) সংযোগ বিচ্ছিন্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আউটারে সরকারি কলেজ রেলগেইট এলাকায় বিকল হয়ে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস। এতে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে ট্রেনটি বিকল হলেও আপলাইনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এছাড়া মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি জেলার কসবায় পৌঁছালে ট্রেনের গ-বগির সংযোগস্থলের নিচের দিকে হঠাৎ করে আগুন ধরে যায়। এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ট্রেনটি কসবা স্টেশন এলাকায় থেমে যায়। দীর্ঘক্ষণ বিলম্বের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পরে সব স্বাভাবিক হলে ট্রেনটি ছেড়ে যায়।

এদিকে দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে ১ ঘণ্টা পর ট্রেনের ইঞ্জিনটি সচল হলে দুপুর সোয়া ১টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তবে ওই পথে বিকল্প একাধিক রেলপথ থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ট্রেনগুলোর সমস্যা হলে আটকা পড়ে। এই সময়ে অন্য ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি।

আবুল হাসনাত মো রাফি/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।