নির্বাচন নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
উপজেলা নির্বাচন ও স্কুল পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সালিশ বৈঠকে চাচাতো ভাইদের হাতুড়ির আঘাতে রসুল মিনা (৪২) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, তাহের মিনা (২৮), ফারুক মিনা (৩২) ও পান্না মিনা (৩০)। সোমবার (১৩ মে) রাতে রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামের বামনডাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রসুল মিনা বামনডাঙ্গা গ্রামের ইকতিয়ার মিনা ওরফে ইকোমিনার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন রূপসা উপজেলা নির্বাচন ও স্থানীয় একটি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে ইকতিয়ার মিনার পরিবারের সঙ্গে তার ভাই ইলিয়াস মিনাদের বিবাদ চলে আসছে। বিরোধ মীমাংসার জন্য সোমবার রাতে বাজারে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলকালে ইলিয়াস মিনার ছেলে মুস্তাক মিনা (৪৫), টুকু মিনা (৭০), শাকিল মিনা (২৫), হাবিব মিনা (২৮) ও আলামিন মিনা (৩৮) লোহার রড ও হাতুড়ি নিয়ে রসুলদের ওপর হামলা চালান।
হামলায় রসুল মিনা গুরুতর আহত হন। তাকে জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতদেরকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আলমগীর হান্নান/এফএ/জেআইএম