রংপুর ক্যাডেট কলেজে ৪৯ জনের সবাই পেলো জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১২ মে ২০২৪

এসএসসি পরীক্ষায় এবারও ভালো ফলাফল করেছে রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এরমধ্যে শতভাগ পাসের তালিকায় রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান ও অভিভাবকদের সহযোগিতায় এমন ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন পরীক্ষা দিয়ে ৪৯ জনই জিপিএ-৫ পেয়েছে। এছাড়া রংপুর জিলা স্কুল থেকে ২৪৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ২৪২ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৭৮ জন। পাসের হার শতকরা ৯৯ দশমিক ১৮ শতাংশ।

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন। পাসের হার ৯৯ দশমিক ২২ শতাংশ। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৫১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৪২ ভাগ শতাংশ।

রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৪৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৫৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭২ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৩১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৩০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। পাসের হার ৯৯ দশমিক ২৪ শতাংশ।

শিশু নিকেতন স্কুল থেকে এবার পরীক্ষা দিয়েছিল ২০৮ জন। এদের মধ্যে পাস করেছে ১৯৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। পাসের হার শতকরা ৯৩ দশমিক ৭৫ শতাংশ। বর্ডারগার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন এবং পাসের হার শতকরা ৯৯ দশমিক ১৫ শতাংশ।

জিতু কবীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।