বিশ্ব মা দিবসে মায়েদের পা ধুয়ে দিলো শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১২ মে ২০২৪

মায়েদের পা ধুয়ে দিয়ে বিশ্ব মা দিবস পালন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার শিক্ষার্থীরা।

রোববার (১২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের স্নেহ-মমতায় লালন-পালন করছেন। তাদের মর্যাদার কথা স্বরণ করিয়ে দিতেই এ দিনটিতে তাদের প্রতি সম্মান জানাতে এ আয়োজন করা হয়েছে।

বিশ্ব মা দিবসে মায়েদের পা ধুয়ে দিলো শিক্ষার্থীরা

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, পরিবার, সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য। আধুনিক মায়েদের দ্বারা আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব। স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।