ভবনের জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১১ মে ২০২৪

লক্ষ্মীপুরের রামগতিতে পাকা ভবনের পিলারের জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো, তাহিয়া আক্তার (৫) ও মো. আবদুল্লাহ (৩)। তারা ওই গ্রামের হেলাল উদ্দিনের সন্তান।

চরবাদাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া জানান, বসতঘরের জন্য পাকাভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়। গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। শনিবার দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। বিকেলে খেলতে গেলে ওই গর্তে পড়ে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়।

এ বিষয়ে হেলাল উদ্দিনের বন্ধু আতিকুর রহমান বলেন, তাহিয়া ও আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।