বিরামপুরে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১০ মে ২০২৪

দিনাজপুরের বিরামপুরে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত থেকে বিষগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, রাতের আঁধারে সীমান্ত দিয়ে ভারতে সাপের বিষ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উচা গোবিন্দপুর মাঠে অবস্থান নেয় বিজিবি। পরে ওই এলাকা দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে পরিত্যক্ত অবস্থায় দুটি কাঁচের বোতলে থাকা সাপের বিষয়গুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবি অভিযান চালিয়ে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে। সীমান্তে বিজিবি সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।