মিরসরাই

জালভোট দেওয়ার অভিযোগে ৩ নির্বাচনী কর্মকর্তা আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৮ মে ২০২৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (৮ মে) উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মুক্তি রাণী হাওলাদার, পোলিং অফিসার মুন্নি বড়ুয়া ও সমীর চন্দ্র দাশ।

খৈয়াছরা ইউনিয়নে নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রট নিখাত আরা বলেন, ইউএনও এর সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ভোটগ্রহণের শেষ মুহূর্ত এখন। একটু ঝামেলায় আছি। পরে বিস্তারিত জানাবো।

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক করার ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত এ মুহূর্তে বলতে পারছি না।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।