প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সর্বজনীন পেনশনে সমাজে মানুষের মূল্যায়ন বাড়বে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:০৪ এএম, ০৬ মে ২০২৪

সর্বজনীন পেনশন সমাজে বৈষম্য কমাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। রোববার (৫ মে) দুপুরে রংপুরে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

মুখ্য সচিব বলেন, সর্বজনীন পেনশনে সমাজে মানুষের মূল্যায়ন বাড়বে। এটি একটি দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। ব্যাপক প্রচার ছাড়া এটি সফল করা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বজনীন স্কিমের ভবিষ্যৎ সুফল সম্পর্কে প্রচার করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, ভালো কাজে বাধা আসে। এই বাধা অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হয়। সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে একটি মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে। তাই পেনশন স্কিমের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। আমাদের দেশের মানুষ যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, সেজন্য সরকার এ মহতী উদ্যোগ নিয়েছে।

জিতু কবীর/জেডএইচ/ 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।