উপজেলা নির্বাচন

মামলার তথ্য গোপন, সেতুমন্ত্রীর ছোট ভাইয়ের মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৫ মে ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি তৃতীয় ধাপের নির্বাচনে ওই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

রোববার (৫ মে) জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল যাচাই-বাছাইকালে মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেন।

তিনি বলেন, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় নির্বাচনী বিধি অনুযায়ী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়ে শাহাদাত হোসেন জাগো নিউজকে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নির্বাচন থেকে সরাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমার বিরুদ্ধে করা রাজনৈতিক মামলাগুলোর বিষয়ে আমি অবগত নই। এছাড়া এসব মামলা অনেক আগে আদালতে নিষ্পত্তি হয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রভাবশালী মহল থেকে জেলা প্রশাসককে চাপে রেখে আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। আমি এর বিরুদ্ধে আপিল করবো। নোয়াখালীর জেলা প্রশাসক আমার আপিল গ্রহণ না করলে প্রয়োজনে আমি উচ্চ আদালতে যাব।

এ উপজেলায় তিন পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে বৈধ হওয়াদের মধ্যে চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও আমেরিকা প্রবাসী ওমর আলী রয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন ও কাতার প্রবাসী মো. মামুন হোসেন।

নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার (মুরাদ ভাবি), সহ-সভাপতি রেহানা আক্তার (শিউলি হাজারী) ও সাবেক কাউন্সিলর ফাতেমা বেগম পারুল।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা তিন পদে তিন প্রার্থী দিয়ে প্রচারণায় নেমেছেন। তিনি চেয়ারম্যান পদে গোলাম শরীফ চৌধুরী পিপুল, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ জসীম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন আক্তারকে সমর্থন জানিয়ে মাঠে-ময়দানে কাজ করছেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২ মে, মনোনয়নপত্র বাছাই ৫ মে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।