পেটের ভেতর আড়াই হাজার ইয়াবা!


প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৯ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে এক কিশোরীসহ দুইজনকে আটকের পর তাদের পেট থেকে আড়াই হাজার ইয়াবা বের করেছে বিজিবি। এর মধ্যে সালমা নামে একটি কিশোরীর পেট থেকে এক হাজার ও বিল্লাল নামের অপর এক ব্যক্তির পেট থেকে বের করা হয় দেড় হাজার ইয়াবা।

আটক সালমা আকতার (১৪) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোহাম্মদ সেলিমের কন্যা আর বিল্লাল হোসেন (৪১) ঢাকার ডেমরা এলাকার আবদুস সালামের ছেলে।

বিজিবির টেকনাফস্থ ২নং ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার বিকেলে টেকনাফের হাবিরছড়া বিজিবি চেকপোস্টে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে অসংলগ্ন কথা বলা এ দুইজনকে আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে বিশেষ কায়দায় খেয়ে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। এর প্রেক্ষিতে মলত্যাগ করিয়ে এদের পেট থেকে বের করা হয় এসব ইয়াবা। বিজিবির ইয়াবা উদ্ধারের ঘটনায় এটা অভিনব পন্থা। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।