প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৪ মে ২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, কাপ্তাই হ্রদ ও হ্রদের মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে। সে কারণে আধুনিক মৎস্য অবতরণ ঘাটসহ যা করার প্রয়োজন সেটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় করবে।

শনিবার (৪ মে) সকালে রাঙ্গামাটি মৎস্য অবতরণ ঘাটে হ্রদে মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, নৌপুলিশ অতিরিক্ত আইজি মো. আবদুল আলীম মাহমুদ, মৎস্য অধিদপ্তর মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী।

প্রাণিসম্পদমন্ত্রী, মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, কাপ্তাই হ্রদে আগামী তিনমাস মাছ ধরা নিষিদ্ধ। যে মাছের পোনা ছাড়া হচ্ছে সেটি আপনাদের জন্য। এ মাছ আমরা এসে ধরবো না আপনারা এ মাছ ধরবেন।

সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।